ব্যাংকখাতে অনিয়মে ছাড় দেয়া হবে না: আতিউর রহমান
Comments are closedব্যাংকখাতে অনিয়ম রোধে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। সকালে রাজধানীতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এক ব্যাংকের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সে যেন অন্য কোন ব্যাংকেও চাকুরি করতে না পারে সেজন্যে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। আর্থিক খাতে ঘটে যাওয়া প্রতিটি দুর্নীতি চিহ্নিত হয়েছে দাবি করে গর্ভনর আরও বলেন, দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির প্রতি আহবান জানানো হয়েছে।