বিপিএল এ আজও রয়েছে দু’টি খেলা। দিনের প্রথম খেলায় এখন টসে জিতে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ব্যাটিং করছে রংপুর রাইডারর্স। আর সন্ধ্যা পৌনে সাত টায় চিটাগাংস ভাইকিংস প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস। দু’টি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সরাসরি দেখাবে চ্যানেল নাইন।