ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট আটক
Comments are closedব্রাজিলের তেল কোম্পানি পেট্রোবাসে জালিয়াতির ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে আটক করেছে পুলিশ। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। পেট্রোব্রাসে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দীর্ঘদিন ধরে লুলার বিরুদ্ধে তদন্ত চলছে, যা অপারেশন কার ওয়াশ নামে পরিচিত। পুলিশ বলছে, তার বিরুদ্ধে আরও ৪৪ টি আটক পরোয়ানা রয়েছে। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।