ব্রাসেলসে জড়ো হচ্ছেন ইউ নেতারা
Comments are closedশরণার্থী সংকট মোকোবেলায় জরুরি বৈঠকে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসে জড়ো হচ্ছেন তুরস্ক সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এরই মধ্যে সেখানে পৌছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট ও তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতাগলু। আর এর অংশ হিসেবে এই তিন দেশের প্রধানরা ব্রাসেলসের তুর্কি দূতাবাসে শরর্ণার্থী সমস্যা নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকও করেন। রোববার তুর্কি উপকূলে শরনার্থীবাহি নৌকা ডুবে প্রায় ২৫ জনের প্রাণহানি ঘটে। এরপর পরই ইউরোপে শরর্ণার্থীদের প্রবেশ ঠেকাতে জরুরি এই বৈঠকের আহবান জানান ইউরোপীয় ইউনিয়নের নেতারা।