ব্রাসেলসে ১৬ সন্দেহজনক আটক; সতর্কতা জারি
Comments are closedপ্যারিসের মতো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশটি। নাশকতা করতে পারে এমন সন্দেহে ১৬জনকে এরিমধ্যে আটক করা হয়েছে। সতর্কতা জারির কারণে অনেকটাই থমকে গেছে সেখানকার স্বাভাবিক জীবনযাপন। বন্ধ রয়েছে দোকানপাট, জাদুঘর ও চিত্র প্রদর্শনীর গ্যালারিগুলোর দরজা; বাতিল করা হয়েছে বিভিন্ন ফুটবল ম্যাচ ও কনসার্ট। এছাড়া, জঙ্গি তাণ্ডবের আশংকায় ব্রাসেলসের ফাঁকা রাস্তায় সেনা টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।