ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ তিনজনের রিমান্ড
Comments are closedধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশ ও বিপননের অভিযোগে ব-দ্বীপের প্রকাশনীর মালিকসহ তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন, প্রকাশনীটির মালিক ও বইটির সম্পাদক শামসুজ্জোহা মানিক, ছাপাখানা শব্দকলি প্রিন্টার্সের মালিক তসলিমউদ্দিন কাজল এবং প্রকাশনীর বিপণন শাখার প্রধান শামসুল আলম। এর মধ্যে শামসুজ্জোহা মানিককে পাঁচ দিন, তসলিমকে দুদিন এবং শামসুলকে এক দিন হেফাজতে রাখতে অনুমতি দিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন জানান, বইটি প্রকাশের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কি-না তা জানতে তাদের রিমান্ডে নেয়া হয়। বইটির অনলাইন সংস্করণ থাকায় তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।