ভারতের কাছে ২২ রানে হারল সাউথ আফ্রিকা
Comments are closedপাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ২২ রানে হারিয়ে সমতায় ফিরলো স্বাগতিক ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে বিনয় কুমার ও পেটেলের দুর্দান্ত বোলিংয়ে ২২৫ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। অপরাজিত ৯২ রান করে ম্যান অব দা ম্যাচ হন ধনী। আগামী ১৮ অক্টোবর রাজকোটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।