ভারতের মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু
Comments are closedভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী দু’টি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩০০ জনকে। দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানায়,মঙ্গলবার গভীর রাতে মুম্বাই ছেড়ে আসা কামায়ানি এক্সপ্রেস ট্রেনটি মাচাক নদীর উপর কালভার্ট অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এর কয়েক মিনিট পর একই স্থানে আরেকটি ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়। ধারণা করা হচ্ছে নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।