ভারত ও শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় নিহত ৭০
Comments are closedদক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৭০জন মারা গেছেন। বন্যার পানিতে দুই দেশের অসংখ্য বাড়ি, কৃষি জমি এবং মহাসড়ক তলিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়েছে গত সাত দিনের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তামিল নাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবদনে উল্ল্যেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় ভারী বর্ষণের কারণেই এ আকস্মিক বন্যা। সরকারি হিসাব অনুযায়ী, এরিমধ্যে উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।