ভেনেজুয়েলায় নির্বাচনে জয়ী ডেমোক্রেটরা।
Comments are closedভেনেজুয়েলার সাধারন নির্বাচনে জয়ী হয়েছে দেশটির বিরোধী দলীয় জোট ডেমোক্রেটি ইউনিটি। গতকাল ভোটগ্রহণ শেষে এ ঘোষনা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ। ফলাফলে ১৬৭ আসনের মধ্যে ৯৯ আসন পেয়েছে ডেমোক্রেটরা। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের দল সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৪৬টি আসন। নির্বাচনী পরিষদের প্রধান তিবিসে লুসেনা জানান, ইতোমধ্যে যেসব আসনের ফলাফল এসেছে তাতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ডেমোক্রেটরা। এই জয়ের ফলে দীর্ঘ ১৭ বছরের পর সংসদে সমাজবাদীদের নেতৃত্ব শেষ হলো ।