মতিঝিল ও বিজয় নগরের চলছে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেড নিবেদিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ঢাকার সিলেকশন রাউন্ড
Comments are closedইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেড নিবেদিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৮ বছর বয়সীদের সারাদেশে সিলেকশন রাউন্ড চলছে। মতিঝিলে মেসবাহউল উলুম কামিল মাদ্রাসা ও বিজয় নগরের বাইতুন নূর জামে মসজিদে চলছে ঢাকার সিলেকশন রাউন্ড। ১লা রমজান থেকে প্রতিদিন বিকেল সোয়া ৫টায় একটি বেসরকারি টেলিভিশনে চূড়ান্ত প্রতিযোগিতা সম্প্রচার করা হবে।