মন্দিরে সংঘবদ্ধ দল হামলা চালিয়েছে: থাই পুলিশ
Comments are closedব্যাংককের এরাওয়ান মন্দিরে একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন থাই পুলিশ প্রধান সমুথ পুম পান মং। তবে তারা থাইল্যান্ডের, নাকি বিদেশী নাগরিক সে ব্যাপারে কোন মন্তব্য করেননি। এদিকে, মন্দিরের হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে থেকে চিহ্নিত যুবকের ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া সিসিটিভিতে আরও দুজনকে দেখা গেছে এবং তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে বলেও জানান থাই পুলিশ প্রধান। সোমবার সন্ধ্যায় ব্যাংককের কেন্দ্রস্থলের শিদলোম এলাকার একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত হয়। এদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ বিদেশি পর্যটকও রয়েছেন।