মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু
Comments are closedচট্টগ্রাম ছাড়া গতকাল থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ধানমন্ডি বয়েজ হাইস্কুলে আবেদন প্রক্রিয়ার এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । নীতিমালা অনুযায়ি, এবার রাজধানীর স্কুলগুলোকে ক্যাচমেন্ট এরিয়া বা সংশ্লিষ্ট এলাকা থেকে ৪০ শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করতে হবে। অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা ১৩ই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। এবার প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা ও নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। একই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ই-কমার্সসহ কিছুখাত ক্ষতির সম্মুখীন হলেও নিরাপত্তার স্বার্থে এখনই ফেইসবুক চালু করা হচ্ছে না।