মানবতাবিরোধী অপরাধ রাজনগরের চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ
Comments are closedএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। আসামিরা হলেন, আকমল আলী তালুকদার, আব্দুন নুর তালুকদার, আনিছ মিয়া, এবং আব্দুল মোছাব্বির মিয়া। চার আসামির মধ্যে আকমল আলী তালুকদার কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দু’টি অভিযোগ আনা হয়েছে।