মালিতে চরমপন্থি হামলায় নিহত ৬
Comments are closedমালিতে একটি হোটেলে চরমপন্থিদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে জিম্মি পাঁচ বিদেশী নাগরিককে। রাজধানীর বামাকো থেকে ৬০০ কিলোমিটার দূরে সেভার শহরের বিবলস নামক হোটেলে ওই হামলার ঘটনা ঘটে। হোটেলটি জাতিসংঘের শান্তিকর্মীরা ব্যবহার করতেন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল কায়েদা সমর্থিত সশস্ত্র জিহাদিরাই হামলা চালিয়েছে।