মালয়েশিয়ায় অনিবন্ধিত শ্রমিকদের বৈধকরন প্রক্রিয়া শুরু ১৫ ফেব্রুয়ারি
Comments are closedআগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় অনিবন্ধিত শ্রমিকদের বৈধকরন প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি। মন্ত্রণালয়ের বৈঠক শেষে আজ সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, এই প্রক্রিয়ায় বৈধতা পাবেন প্রায় ২০ লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক। নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকের নিবন্ধন না করালে ওই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।