মালয়েশিয়ায় নৌকা ডুবে ১৪ অভিবাসীর মৃত্যু
Comments are closedমালয়েশিয়ার বার্নামে গতরাতে নৌকা ডুবে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। যাত্রীরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট সংস্থার স্থানীয় প্রধান মোহাম্মদ আলিয়াস হামদান বলেন, ১৫ জনকে জীবিত ও ১৪টি লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ১২টি জাহাজ ও একটি উড়োজাহাজে করে প্রায় ২০০ কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।