মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন বার্ষিক কর নির্ধারণ
Comments are closedবিদেশি শ্রমিকদের জন্য নতুন বার্ষিক কর নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। গতকাল থেকে এ কর কার্যকর করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সেরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নতুন এ বার্ষিক কর প্রক্রিয়ায় প্রথম ধাপে আছে প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ কাজ ও সেবাখাতে নতুন কর বার্ষিক কর ধরা হয়েছে এক হাজার ৮৫০ রিঙ্গিত। দেশটির সংবাদ সংস্থা বারনামায় এক বিবৃতিতে জানান, এর ফলে সরকারের আয় বাড়বে।