মায়া দেগুইতোর বিরুদ্ধে আগামীকাল প্রাথমিক তদন্ত শুরু
Comments are closedফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার পাচারের বিষয়ে আগামীকাল প্রাথমিক তদন্ত শুরু করবে দেশটির বিচার বিভাগ। শুনানিতে মায়াকে জিজ্ঞাসাবাদ করবেন সহকারী প্রসিকিউটর গিলিম্যারি প্যাকামেরা। এছাড়াও মাইকেল ক্রুজ,জেসি ল্যাগরোসাস,অ্যালফ্রেড সান্তোস ও এনরিকো ভাসকুইজ- এই চার জনের জাল অ্যাকাউন্ট জুপিটার শাখায় কিভাবে খোলা হয়েছিল- সে বিষয়েও জবাব দিবেন মায়া। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার এই চারটি অ্যাকাউন্টে পাচার হয়।