মিল্কি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে
Comments are closedঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে গেছে। আগামী ৮ই অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার। আজ এই প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারিত থাকলেও সিআইডি সময় আবেদন করলে আদলত তা মঞ্জুর করেন। ২০১৩ সালের ২৯শে জুলাই রাতে গুলশানের একটি বিপণি বিতানের সামনে মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।