মিশরে সন্ত্রাস বিরোধী আইন অনুমোদন
Comments are closedমিশরে জঙ্গি দমনে সন্ত্রাস-বিরোধী আইন আরও কঠোর করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এই আইনের অনুমোদন দেন। এই আইনের ফলে, রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে কোন সংবাদ মাধ্যম বা ব্যক্তি মিথ্যাচার করলে ২ লাখ থেকে ৫ লাখ পাউন্ড জরিমানা করা হবে। আর জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকলে সর্বাধিক ২৫ বছরের কারাদণ্ড এবং সংগঠন পরিচালকের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে এই আইনকে বিতর্কিত বলে অ্যাখ্যায়িত করেছে অনেকেই। গত জুনে এক পাবলিক প্রসিকিউটরের গাড়িতে বোমা হামলার পর জঙ্গি দমনে কঠোর আইন প্রণয়নের কথা জানান দেশটির প্রেসিডেন্ট।