মীর কাসেম আলীর ফাঁসি বহাল
Comments are closedএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ চূড়ান্ত এ রায় দেন। ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা মোট ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়। এর মধ্যে দুটিতে মৃত্যুদণ্ডাদেশ এবং চারটি অভিযোগে তাঁকে খালাস দেওয়া হয়। আপিলে মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকালে রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় তিনি এ সন্তোষ প্রকাশ করেন। এসময় মীর কাসেমের মতো সব যুদ্ধাপরাধীর বিচার রাজনৈতিক সিদ্ধান্তেই হচ্ছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আপিলের রায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় বাংলার মানুষ ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি।