মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন কাল
Comments are closedযুদ্ধাপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা চেয়ে আগামীকাল রিভিউ আবেদন করবেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদের আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। সর্বোচ্চ আদালতের সাজার রায় পুনর্বিবেচনার আবেদন করার জন্য আর মাত্র দুই দিন সময় রয়েছে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই দুই আসামির হাতে। গত ১ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সেদিন থেকেই শুরু হয় রিভিউ আবেদনের দিন গণনা।