মুসলমান ইস্যুতে কিছুটা নমনীয় ডোনাল্ড ট্রাম্প
Comments are closedযুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির বিষয়ে নিজের অবস্থান কিছুটা নমনীয় করেছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খানের প্রসঙ্গ টেনে বার্তা সংস্থা ফক্স নিউজের করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প তাঁর অবস্থানের কথা জানান। ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি শুধু একটি প্রস্তাব ছিল। এদিকে, বিবিসি তার খবরে জানায়, সাদিক খান মনে করেন, রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে এগিয়ে থাকা মার্কিন এই ব্যবসায়ীর সিদ্ধান্তগুলো যুক্তিসংগত নয় এবং এটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে আরো অনিরাপদ করে দেবে।