মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Comments are closedমেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ২০১৫ সালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় ৪৮ হাজার ৪৪৮ শিক্ষার্থী পাস করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রীম কোর্টের এক আইনজীবী। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন পরীক্ষায় অংশ নেওয়া শত শত শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে আবারো ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি।