মেডিকেল শির্ক্ষাথীরা কলেজে বসেই পাবেন সনদ।
Comments are closedদেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের শিক্ষার্থীদের জন্য অনলাইনে সাময়িক সনদ প্রদানের ডিজিটাল পদ্ধতি চালু করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাসের পর মেডিকেল শিক্ষার্থীদেরকে সাময়িক সনদ সংগ্রহের জন্য এতোদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হতো। এখন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে স্ব স্ব কলেজ থেকেই সাময়িক সনদ হাতে পাচ্ছেন শিক্ষার্থীরা।