মেসির জোড়া গোলে বার্সার জয়
Comments are closedস্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। এইবারের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে ৪-০ ব্যবধানের বিশাল জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। আর এ ম্যাচ জয়ের ফলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি বাড়ালো বার্সেলোনা। এছাড়া গতকালের এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল লুইস এনরিকের শিষ্যরা। দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ৬৪ পয়েন্ট অর্জন করেছে। আর রিয়াল মাদ্রিদের ২৮ ম্যাচে ৬০ পয়েন্টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।