মেয়েদের বিশ্ব টি-টোয়েন্টিতে সেমিফাইনালে বাংলাদেশ
Comments are closedমেয়েদের বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগের দুই ম্যাচের মত টাইগ্রেসদের কাছে পাত্তাই পায়নি পাপুয়া নিউগিনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়েছে জাহানারা বাহিনী। সকালে ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০০ রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে দুই লেগ স্পিনার খাদিজাতুল কুবরা ও রুমানার ঘুর্ণি যাদুতে মাত্র ৫৯ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন খাদিজাতুল কুবরা।