মোবাইল নম্বর না বদলে অপারেটর বদল করা যাবে
Comments are closedমোবাইল নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করার ব্যবস্থা চালু করছে সরকার। আগামী মার্চের মধ্যেই এ উদ্যোগ কার্যকর হবে বলে ডাক ও টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে আয়োজিত মোবাইল নাম্বার ও ফোর্টিবিলিটি এমএনপি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।