যজ্ঞেশ্বর রায় হত্যায় জড়িত জেএমবির আরও তিন সদস্য গ্রেফতার
Comments are closedপঞ্চগড়ের দেবিগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যার ঘটনায় নতুন করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আরও তিন সদস্যকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। গতরাতে নীলফামারী থেকে তাদের আটক করা হলেও সকালে বিষয়টি গণমাধ্যমের কাছে জানানো হয়। তবে, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি গ্রেনেড, দুটি ককটেল, পাঁচটি গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির জানান, এ ঘটনায় এর আগে, জেএমবি এবং ইসলামী ছাত্রশিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গেল ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তু গৌরীয় মঠে যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। আর আহত হন নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী।