যদ্ধাপরাধী এক জনের ফাঁসি, দুজনের আমৃত্যু কারাদণ্ড
Comments are closedমানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়াকে ফাঁসি এবং মুজিবুর রহমান আঙ্গুর ও তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে সবগুলোই প্রমাণিত হওয়ায় এ সাজা পেয়েছেন এ তিন ভাই। সকালে এ রায় দেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী। সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বেলা বারটা ১০ মিনিট পর্যন্ত ২৪০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান বিচারপতিরা। এ রায়ে সন্তষ্ট নয় জানিয়ে আসামী পক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন, এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, সন্দেহাতীতভাবে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে।