যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
Comments are closedঅ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস,মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রশ্ন তুলেন মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও ।