রমাজানে সামনে রেখে বেড়েছে নিত্যপণ্যের দাম
Comments are closedরোজা শুরু হতে এখনো বাকি দিন দশেক। তবে, এরইমধ্যে রমাজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, কেজিতে সেসবের দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। বিক্রেতারা দোহাই দিচ্ছেন, খারাপ আবহাওয়া আর আমদানি কম হওয়ার। অন্যদিকে, দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে, গেল বছরের চেয়ে এবার ছোলার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। সরকার সর্বোচ্চ মূল্য ৯০ টাকা নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে ১শ টাকায় ছোলা বিক্রি করতে দেখা গেছে। তবে, অনেকটা স্বাভাবিক মসুর, খেসারীসহ বিভিন্ন ডালের দাম। ডালের দাম বাড়ার ক্ষেত্রে, পাইকারী ও খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন পরষ্পরের ওপরে।