রাজন ও রাকিব হত্যা মামলার রায় আগামীকাল
Comments are closedসিলেটে নির্মমভাবে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আলোচিত এই মামলাটির রায় ঘোষণা করবেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। গত ২৭ অক্টোবর রায়ের তারিখ ধার্য্য করেন আদালত। এদিকে, খুলনায় শিশু রাকিব হাওলাদার হত্যা মামলার রায়ও আগামীকাল ঘোষণা করা হবে। গত ৩ অক্টোবর যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।