রাজন হত্যায় কারাগারে কামরুল
Comments are closedশিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবীরা আশা করছেন নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে আদালত। অপরদিকে আসামী কামরুলকে দেশে ফিরিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেছেন রাজনের বাবা আজিজুর রহমান। একই সঙ্গে তাকে বিদেশে পালিয়ে যেতে যারা সহায়তা করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। কামরুলকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে শিশু একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।