রাজন হত্যা: আরও দুইজন সাত দিনের রিমান্ডে
Comments are closedসিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি দুলাল আহমদ এবং নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নূর মিয়ার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, শিশু রাজনকে বর্বর নির্যাতনের ঘটনার আরও একটি ভিডিওচিত্র প্রকাশ হয়েছে। এতে দেখা যায় চৌকিদার ময়না ২১ সেকেন্ডে ১৬টি চড় মারে রাজনকে। এক মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিও চিত্রে শিশু রাজনকে আরও নৃশংস কায়দায় মারা হয়।