রাজস্ব ফাঁকি দেয়া ব্যবসায়িরা গোয়েন্দা নজরদারিতে
Comments are closedরাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে যেসব অসৎ ব্যবসায়ি মালামাল আমদানী করছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সকালে রাজধানীতে শুল্ক অধিদপ্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময় আরও বলেন, অসৎ ব্যবসায়ীদের ওপর গোয়েন্দা নজরদারি চলছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ি একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নজিবুর রহমান।