রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে নরেন্দ্র মোদি
Comments are closedআইএসের হামলার হুমকি আমলে নিয়ে সতর্ক থাকতে রাজ্য সরকারগুলোকে নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আইএস পুরো বিশ্বের জন্য হুমকি। আইএস নিয়ে সব সময়ই সতর্ক অবস্থানে ভারত।’ নির্দেশনায় রাজ্য পুলিশকে বিশেষভাবে আইএস সম্পর্কিত কর্মপরিকল্পা পর্যালোচনা এবং পরিকল্পনা বের করা, কোন কোন জায়গায় হামলার ঝুঁকি রয়েছে সেগুলো চিহ্নিত করা এবং হামলার হুমকি নস্যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। কূটনৈতিক মিশন ও অন্যান্য বিদেশি অফিস বিশেষত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও ইসরায়েলসহ কয়েকটি দেশের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের দিকে বিশেষ নজর দেয়ার কথাও উল্লেখ রয়েছে।