রাতে চেলসির মুখোমুখি হচ্ছে পোর্তো
Comments are closedউয়েফা চ্যাম্পিয়নস লিগে রাত পৌঁনে একটায় ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব পোর্তো। খেলাটি সরাসরি দেখাবে টেন অ্যাকশন। অপর ম্যাচে ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস। রাত পৌঁনে একটায় এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।