রাতে নেপোলি লড়বে মিলানের বিপক্ষে
Comments are closedইতালির সিরিয়া লীগে রাত ২টায় পয়েন্ট টেবিলের ২য় স্থানে থাকা নেপোলি লড়বে মিলানের বিপক্ষে। খেলাটি সরাসরি দেখাবে ইএসপিএন। আর এফএ কাপের খেলায় রাত ১টা ৪৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে সিরিউসবেরি টাউনের বিপক্ষে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এইচডি।