রাতে বার্সেলোনার মুখোমুখি সেল্টাভিগো
Comments are closedআজ রাতে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে সেল্টাভিগো, রাত ১২টায় খেলাটি সরাসরি দেখাবে সনি কিক্স। আরেক ম্যাচে, রাত ১টায় রিয়াল মাদ্রিদ- এর প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও, এই ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স। অন্যদিকে, ইতালিয়ান সিরিআ-তে রাত পৌনে ১টায় জুভেন্টাসের মুখোমুখি হবে ফ্রোসিনো। একই সময়ে ইন্টারমিলানের বিপক্ষে মাঠে নামবে হায়াস ভেরোনা। এছাড়া, জার্মান বুন্দেসলিগায় রাত ১২টায় বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ হফেনহাম, সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর।