রাতে মাঠে নামছেন তিন সুপারস্টার
Comments are closedস্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে সুপার স্টার মেসি,নেইমার ও প্লে মেকার রোনালদো। রাত আটটায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এসপানিওল। অপর ম্যাচে রাত সাড়ে বারোটায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলাদুটি সরাসরি দেখাবে সনি কিক্স। এছাড়া, জার্মানীর বুন্দেস লিগায় সন্ধ্যা সাড়ে সাতটায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অগসবুর্গ। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস টু।