রাতে মাঠে নামছে জায়ান্টরা
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে আজ আবারও মাঠে নামছে জায়ান্টরা। সন্ধ্যা পৌনে ৬টায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে টটেনহামের। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। রাত ৮টায় আর্সেনাল মাঠে নামবে লেস্টারের বিপক্ষে। দেখাবে স্টার স্পোর্টস ওয়ান। পয়েন্ট তালিকায় ১৩-তে থাকা লিভারপুল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। একই সময়ে ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস টু। আর শীর্ষে ম্যান সিটির পরেই থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে। রাত ৮টা থেকে স্টার স্পোর্টস ফোরের পর্দায় দেখা যাবে ম্যাচটি। প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন হয়েও এবার খোঁড়াতে থাকা চেলসি মুখোমুখি হবে নিউক্যাসলের। রাত সাড়ে ১০টায় এই ম্যাচটিও দেখাবে স্টার স্পোর্টস ফোর।