রাতে মাঠে নামছে রিয়াল,ম্যানসিটি,ম্যানইউ
Comments are closedচ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের খেলায় রাতে গ্রুপ ডি-তে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। সরাসরি দেখাবে টেন স্পোর্টস। আরেক ম্যাচে,গ্রুপ এ থেকে নকআউট পর্ব নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক। এই ম্যাচটি সরাসরি দেখাবে টেন এইচডি। এদিকে, গ্রুপ বি তে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি। সরাসরি দেখাবে টেন অ্যাকশন। সবগুলো খেলা শুরু হবে রাত পৌনে ২টায়।