রামপালে বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ ও জনসাধারণের জন্য হুমকি
Comments are closedবাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে পরিবেশ ও স্থানীয় জনসাধারণের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ এশিয়ান হিউম্যান রাইটস নামে একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত জাতীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মোহম্মদ বরাবরের মতো আবারও রামপাল প্রকল্পের সমালোচনা করেন। আর আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল রামপাল প্রকল্পকে সরকারের বিচক্ষনতার অভাব হিসেবে আখ্যায়িত করেন। রামপাল প্রকল্পের মাধ্যমে জনগণ সরকারের ওপর আস্থা হারাচ্ছে বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।