রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভূমি উন্নয়নসহ ৫ টি প্রকল্প একনেকে অনুমোদন
Comments are closedবাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন সংরক্ষণ বাউন্ডারি নির্মাণ প্রকল্পসহ মোট ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মিয়ানমার সীমান্তের টাংব্রো পর্যন্ত সড়ক চার লেনে নির্মাণ করার নির্দেশ দেন। এই সড়ক দিয়ে মিয়ানমার, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সড়ক পথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়াও, বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প সংশোধিত আকারে একনেকে পাশ হয়। পরিকল্পনামন্ত্রী জানান, হাতিরঝিলে স্বচ্ছ পানিতেই ওয়াটার ট্যাক্সি চলবে।