রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইন ও শ্রীলঙ্কায় প্রতিনিধি দল
Comments are closedবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ফিলিপাইন ও শ্রীলঙ্কা গিয়েছেন বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের দুটি প্রতিনিধি দল। সিআইডি সদর দফতর থেকে জানানো হয়েছে, আগামী ১০ দিনের জন্য তারা সেখানে তদন্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবেন। তদন্তের স্বার্থে সময় লাগলে সময়ও ক্ষেপন করতে পারেন তারা। ফিলিপাইনে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিআইডির ডিআইজি সাইফুল ইসলাম। শ্রীলঙ্কায় যাওয়া প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন এআইজি এনসিবি ইন্টারপোল বাংলাদেশ প্রধান রফিকুল গনি। গতকাল রাত ১২টায় এ প্রতিনিধি দলটি ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বলে জানিয়েছে সিআইডি।