র্যাবের উপ-পরিদর্শকের শারীরীক অবস্থা উন্নতি
Comments are closedটাঙ্গাইলে দুর্বৃত্তদের গুলিতে আহত র্যাবের উপ-পরিদর্শক মনিরুল ইসলামের শারীরীক অবস্থা উন্নতি দিকে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত র্যাবের সদস্যকে দেখতে গিয়ে এই তথ্য জানান মন্ত্রী। এসময় তিনি বলেন, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, জঙ্গি দমনে আইন-শৃংখলা বাহিনী জীবন দিয়ে দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক এবং র্যাবের মহা পরিচালক বেনজির আহমেদ।