লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার ১ বছর আজ
Comments are closedলেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার ১ বছর আজ। কিন্তু, এই দীর্ঘ সময়েও খুলেনি হত্যা রহস্যের জট। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য হাফিজুর রহমান ফারাবীসহ আট জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দফায় দফায় রিমান্ডে নেয়া হলেও প্রকৃত হত্যাকারী সম্পর্কে স্পষ্ট কিছুই বলতে পারেনি তদন্ত কর্মকর্তারা। তবে, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিগগিরই পাওয়া যেতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই এর রিপোর্ট। যদিও, আইন শৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসে সন্তুষ্ট না অভিজিতের পরিবারের সদস্যরা। গেল বছর এই দিনে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ।