শনিবার ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন
Comments are closedচার বছর পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ছাত্রলীগের জাতীয় সম্মেলন। ২৮তম এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের জাতীয় সম্মেলনকে ঘিরে ঢাকা বিশ্ববদ্যিালয় এবং আশপাশের এলাকায় এখন উৎসবমুখর আমেজ। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত মঞ্চ নিয়মিত পরিদর্শন করছেন সংগঠনের নেতারা। নেতৃত্বে নিয়মিত ছাত্র ও মেধাবীরা আসুক এমনটা চান সংগঠনের কর্মীরা। অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক চৈতালী হালদার এবং শামসুন্নাহার হল শাখা সভাপতি নিশিতা ইকবাল নদীর দাবি, সংগঠনে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে অন্তত একজন নারী থাকুক। নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেলিন।